গতি বিষয়ক নিউটনের প্রথম সূত্রটি কী?

গতি বিষয়ক নিউটনের প্রথম সূত্রটি হলঃ বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু চিরকাল সুষম গতিতে সরল পথে চলতে থাকবে।

ব্যাখ্যাঃ কোনো একটি স্থির বস্তুকে আমরা যতক্ষণ না পর্যন্ত ধাক্কা দিব, ততক্ষণ পর্যন্ত বস্তুটি স্থিরই থাকবে। তেমনিভাবে  একটি গতিশীল বস্তুকে থামাতে চাইলে বল প্রয়োগের মাধ্যমে থামাতে হবে। নয়ত সেটা কখনো থামবে না। এ সূত্র থেকেই মূলত বলের গুনগত সংজ্ঞা পাওয়া যায়।

0 comments:

Post a Comment