নীড়পাতা » , , » ওয়াটার ব্লুম কী? এগুলো তৈরি করে কে?

ওয়াটার ব্লুম কী? এগুলো তৈরি করে কে?

উত্তরঃ পুকুর বা জলাধারে পুষ্টির পরিমাণ বেড়ে গেলে কিছু নীলাভ সবুজ শৈবালের সংখ্যা অতিমাত্রায় বেড়ে যায়, যাকে ওয়াটার ব্লুম (Water bloom) বলে। Ocillatoria, Nostoc, Mycrocystis এ ধরণের শৈবাল।[১]

অতিরিক্তঃ ওয়াটার ব্লুমের কারণে জলাধারের পানি দূষিত হয়, খাবার ও ব্যবহারের অনুপযোগী হয়, জলাধারের মাছ মরে যায়।

রেফারেন্সঃ [১] জীববিজ্ঞান, ১১শ-১২শ শ্রেণি, ড. মোহাম্মদ আবুল হাসান, পরিমার্জিত নতুন সংস্করণঃ জুন, ২০১৬ - পৃষ্ঠা ১৩২

0 comments:

Post a Comment