নীড়পাতা » » প্রশ্ন উত্তর ব্লগে স্বাগতম। জেনে নিন কী পাবেন এখানে।

প্রশ্ন উত্তর ব্লগে স্বাগতম। জেনে নিন কী পাবেন এখানে।




বিজ্ঞান বিষয়ক ও সাধারণ জ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সম্বলিত বাংলা ব্লগে স্বাগতম।

বিজ্ঞান বিষয়ের ছোট ছোট প্রশ্নের উত্তর সহজভাবে এখানে লিখা হবে। এখানে লিখিত প্রধান বিষয় সমূহ হচ্ছে-

প্রধান বিষয় সমূহ

  • পদার্থ বিজ্ঞান
  • গণিত
  • রসায়ন
  • প্রাণিবিদ্যা
  • জীববিদ্যা
  • বাংলা
  • ইংরেজি
  • সাধারণ জ্ঞান
  • বিভিন্ন বিগত সালের প্রশ্ন
প্রশ্ন উত্তরের পাশাপাশি প্রয়োজনে ইউটিউব ভিডিও এখানে দেওয়া হবে। থাকবে সংক্ষিপ্ত আকারের ব্যাখ্যার পাশাপাশি বিভিন্ন রিসোর্স।

ব্লগের উদ্দেশ্য

বেশির ভাগ সময় দেখা যায়, বাংলায় কোনো বিজ্ঞানের কোনো টার্ম লিখে সার্চ দিলে তেমন তথ্যবহুল কোনো ওয়েবসাইট আসে না। বাংলা প্রশ্ন উত্তরের যে কয়েকটা সাইট আছে সেগুলোর কয়েকটা পেজ আসলেও সেখানে উত্তর থাকেনা বললেই চলে। যে কয়েকটা উত্তর থাকে, সেগুলোর মানও অনেকটা "বই দেখে নেন" টাইপের।
এ সমস্যা থেকে উত্তরণের জন্যই এই ব্লগ।

যোগাযোগ

ব্লগের পিছনে আছি আমি এসএমকে ইশতিয়াক। প্রয়োজনে, মতামত জানাতে নক করুন এই ফেসবুক একাউন্টে- https://fb.me/smk.ishtiak অথবা যারা ফেসবুক চালান না, তারা এখানে মেইল করতে পারেন- smk.ishtiak@gmail.com

0 comments:

Post a Comment